• আলেয়া • রমণী • পঙ্কজ
কবিতা | রমণী |
---|---|
কবি | পঙ্কজ (ছদ্ম) |
বিষয় | প্রেম |
কাব্য | অনুরাগ |
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
রমণী ,তুমি বিজ্ঞানের মতো ছলনাময়ী ,
কখন হও সরণ, বুঝি না তার ধরন।
মনের গলনাঙ্ক কত?বলবে কি আমায়?
আমি তো অনুমানে দিয়েছি প্রেম প্রতাপ,
কি করে বলবো তা যে ছিল স্ফুটনাঙ্ক,
বিগলিত হলো, তবে হারালো অজানায়।
তুমি তো আইজ্যাকের সূত্রকে ও হার মানালে।
দিলে প্রতিক্রিয়া ,তবে ভালোবাসা নয়।
বলেছিলাম,তুমি তো সুকতারার মতো,
আসলেই তাই,তবে উজ্জ্বল নয়, স্থানান্তরী।
পারি নি, তোমার মনকে করতে আবদ্ধ সূত্রে।
যতবার করেছি, গুলিয়ে দিয়েছ সব স্বীকার্য।
তবুও বলবো তুমি সে,
যে আমার জড় মনকে করেছে গতিময়।
Tags
অনুরাগ | কাব্য