• আলেয়া • প্রেমের বাতায়ন • পঙ্কজ
কবিতা | প্রেমের বাতায়ন |
---|---|
কবি | পঙ্কজ (ছদ্ম) |
বিষয় | বিরহ |
কাব্য |
অনুরাগ |
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
প্ৰণয়িনী,
আছে কি স্মরণ,সেই
বাতায়ন প্রীতির কথা?
মুখে কুলু এটে,চোখে
বলিতে মনের ব্যাথা।
শত-নল দূর হতেও
বুঝিতাম তোমার দৃষ্টি।
মনের মাঝে ঝরিত তোমার
শত কষ্টের বৃষ্টি।
চোখে তোমার দেখিতাম
স্বপ্নময় দীপ্ত আশা।
কেন যে টিকলো না
সেই কুটো বাসা।
ভয় মিশ্রিত হৃৎস্পন্দে
দৃষ্টি রাখিতাম তোমার নেত্র-রন্ধ্রে।
কত যে খেয়েছি ধরা
অপমান হয়েছি সীমাছাড়া।
তবুও তো হইনি নির্লিপ্ত,
যা হয়েছে,তা অদৃষ্টের ক্ষেত্র।
আজও আছে সেই দুটি বাতায়ন
আগেরই মতো।
নেই সেই দীপ্ত দৃষ্টি,
নেই তো সেই ঝড়ো-বৃষ্টি।
শুধু আছি আমি একা
বসিয়া নিরালায়।
দু-বাতায়ন মাঝে ছায়া করে
গাছালি দুলিছে হেলায়।
Tags
অনুরাগ | কাব্য