• আলেয়া • কষ্টকল্পিত • পঙ্কজ
কবিতা | কষ্টকল্পিত |
---|---|
কবি | পঙ্কজ (ছদ্ম) |
বিষয় | বিরহ |
কাব্য | অনুরাগ |
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
হও যখন তুমি স্মরণ,
এ হৃদয়ের আবেগ হবে উদ্গিরণ।
তবুও থাকবো আমি সরে,
যাবো বহু দূরে।
তোমার ওই নেত্রালয়ের
সীমানা পেরিয়ে।
হয়েছিলাম তোমারি কর্ণভূষণে বব।
যখনই হাসিতে তুমি
দুলিতাম সদা আনন্দ চিত্তে।
ভেঙে গেলাম তোমার
অবহেলার নিমিত্তে।
দোষী নহি তুমি,
আমারই ছিল না ন্যায্যতা।
হয়েছিলাম তোমার নয়নের কাজল,
ভেসে গেলাম,
যখন হলে তুমি অশ্রুসজল।
ভেসে গেলাম,বিলিন হলাম
তোমার ওই শুভ্র গণ্ডে।
লুকাতে আঁখি জল করিলে মোছন,
তোমার সুগন্ধিত আঁচলে।
কেমনে করিলে বিতাড়ন,
করিলে সিদ্ধি অর্জন।
হয়েছিলাম তোমার ললাটিকা,
থাকতাম ললাট চুম্বী,
দেখতে তুমি দর্পনে দম্ভী।
খোয়ালে আমায় করিতে কেশকর্ম,
পেলাম কষ্ট,বুঝবে কি মর্ম।
নয়া ললাটিকা হলো শোভাকর
তোমার ললাট মাঝে।
প্রভাত সন্ধ্যা দেখি তোমায়
কিছু বলিনা শুধু লাজে।
Tags
অনুরাগ | কাব্য